আমার দিকে মাথা উঁচু করে তাকাতেই পারেনি ছেলেটি : মিম

প্রথম নিউজ, ডেস্ক: এবার ভালোবাসা দিবস বিদ্যা সিনহা মিমের জন্য একটু ভিন্ন। কেননা বিশেষ এই দিনটিতে আগে প্রিয় মানুষের সঙ্গে দেখা করতে হতো লুকিয়ে। এবার লুকিয়ে নয়, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে দিনটি উপভোগ করতে চান মিম। মিম বলেন, ‘এবার আমরা পরিকল্পনা করেছি ও সহ (সনি) বাইরে বের হবো। কোথাও ডিনার করবো এই আরকি! প্রতিবার আমরা ভ্যালেন্টাইন লুকিয়ে করতাম। সেসময় কখনও আমাদের দেখা হতো, কখনও হতো না। শুক্রবার হলে দেখা হতো, না হলে আগে বা পরে দেখা করে নিতাম। কিন্তু ফোনে কথা হতো। এবার আর লুকিয়ে নয়। পরিবারের অন্যান্য সদস্যদের নিয়েই দিনটি উপভোগ করবো।’ ভালোবাসার মানুষের জন্য রয়েছে মিমের সারপ্রাইজ। এ প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, ‘ও কি করবে জানি না। তবে আমি একটা সারপ্রাইজ দেব।’ ভালোবাসা দিবস ছাড়াও উপহার আদান-প্রদান করতেন উল্লেখ করে মিম বলেন, ‘শুরুতে বাসায় গিফট এলে মা-বাবা জানতো না যে ও দিয়েছে।
আমার একটা ভাই আছে প্রিয়ন্ত- ও নিয়ে আসতো। বাসায় সবাই জানতো প্রিয়ন্তই নিয়ে এসেছে।’ মিম সনির সঙ্গে ৬ বছর প্রেম করলেও গোপন রাখেন। চলতি বছর ৪ জানুয়ারি সনি পোদ্দারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী। এক বান্ধবীর মাধ্যমে সনির সঙ্গে পরিচয় হয় তার। এ প্রসঙ্গে মিম বলেন, ‘ওর (সনি) সঙ্গে আমার পরিচয় সানজিদা অর্নি নামে এক বান্ধবীর মাধ্যমে। তাও আবার ফেইসবুকে। অর্নি আমাকে প্রায়ই জিজ্ঞেস করত আমার লাইফে কেউ আছে কিনা? আমি একবার মজার ছলেই ওকে বললাম, খোঁজ পেলে দেখ। এরপর ও ফেইসবুকে তিনজন মিলে একটা গ্রুপ খোলে। সেখানে কথা বলতাম আমরা।’
‘ভালোবাসি’ প্রথম কে বলেছিল? এমন প্রশ্নে মিম বলেন, সনিই দিয়েছিল প্রস্তাব। ২০১৬ সালের সেপ্টেম্বর কিংবা অক্টোবরের ১১ তারিখ হবে। শুধু কি মিম প্রেমে পড়েছেন? মিমের প্রেমে পড়েছেন এমন ঘটনাও কম নয়। মিম বলেন, ‘তারকা হওয়ার পর অনেক মানুষ প্রেমের প্রস্তাব দিয়েছে। বাসার নিচে অনেক ফুলের তোড়া এসেছে। অনেক মানুষ আছে যারা হুট করে বাসায় চলে আসতো। এরপর মা দারোয়ানকে বলে দিয়েছে অপরিচিত কেউ যেন বাসায় না আসে। একদিন হঠাৎ এক ছেলে বাসায় চলে এসেছিল প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। এরপর ঘটনা ঘটলো উল্টো। ছেলেটি আমার দিকে মাথা উঁচু করে তাকাতেই পারেনি। খুব লজ্জা পেয়েছিল।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: