অভিনেত্রী আনোয়ারার স্বামী আর নেই
দেশের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার স্বামী মহিতুল ইসলাম আর নেই
প্রথম নিউজ, ডেস্ক : দেশের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারার স্বামী মহিতুল ইসলাম আর নেই৷ তিনি শুক্রবার (১০ ডিসেম্বর) ভোর ৩টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আনোয়ারার মেয়ে অভিনেত্রী মুক্তি এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আজ সকাল ১০টায় জানান, 'আমার বাবা ভোর ৩-১০ মিনিটে মারা গেছেন। বাবা নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে ওনাকে ক্ষমা করে দিয়েন।' বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মুক্তি।
অভিনেত্রী আনোয়ারার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে। মহিতুল ইসলাম ও আনোয়ারা দম্পতির এক সন্তান মুক্তি।
দীর্ঘদিন ধরে মহিতুল ইসলাম ব্রেনের সমস্যায় ভুগছিলেন। ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ৩০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: