দেশের রাষ্ট্রপতির নাম জানেন না এসব ভারতীয় অভিনেত্রী
বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউতের রিয়ালিটি শো ‘লকআপ’
প্রথম নিউজ, ডেস্ক : বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউতের রিয়ালিটি শো ‘লকআপ’-এ নিজের দেশের রাষ্ট্রপতির নাম বলতে পারেননি পুনম পাণ্ডেসহ চার অভিনেত্রী।
এ তালিকায় আরও আছেন পায়েল রোহাতগি, নিশা রাওয়াল ও সারা খান। খবর হিন্দুস্তান টাইমসের।
ওটিটিতে রমরমিয়ে চলছে রিয়ালিটি শো ‘লকআপ’। প্রায় প্রতিদিনই প্রতিযোগীদের জন্য নতুন টুইস্ট আর টার্ন নিয়ে আসছে এ শো।
প্রতিযোগীদের সাধারণ জ্ঞানের পরীক্ষা করা হয়। দুই টিমের মধ্যে কমলা টিম থেকে পায়েল রোহাতগি, পুনম পাণ্ডে এবং নীল টিম থেকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাছা হয়েছিল নিশা আর সারাকে।
এই প্রশ্নোত্তর পর্বে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম জানতে চাওয়া হয়। আর অদ্ভুতভাবে চারজন প্রতিযোগী জানেনই না যে দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews