জন্মদিনে গাড়ি উপহার পেলেন শাকিল খান
ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক শাকিল খানের জন্মদিন ছিল গত ৩ নভেম্বর
প্রথম নউজ, ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক শাকিল খানের জন্মদিন ছিল গত ৩ নভেম্বর। ওই দিন তিনি সস্ত্রীক ভারতে অবস্থান করেন।
ফেসবুক লাইভে এসে কেক কাটেন। সে সময় তার স্ত্রী তাকে নতুন একটি গাড়ি উপহার দেন। গাড়িটি গত সপ্তাহে জাপান থেকে দেশে আসে।
বর্তমান এর রেজিস্ট্রেশনের কাজ চলছে। স্ত্রীর দেওয়া এ উপহার পেয়ে অভিভূত শাকিল খান। তিনি বলেন, ‘যে কোনো উপহারই আনন্দের।
জন্মদিন উপলক্ষ্যে আমার স্ত্রী সব সময়ই আমাকে চমকে দেন। তবে এবারের চমকটি ছিল একেবারেই ভিন্ন। গাড়িটি হাতে পেয়েছি।
নিবন্ধন কার্যক্রম শেষ হলে শিগ্গির এটি নিয়ে রাস্তায় নামব।’ চমক রাখার জন্য সেটি কী ব্র্যান্ড বা কোন মডেলের গাড়ি তা এখনই প্রকাশ করতে চান না শাকিল খান।
বলেছেন, ‘আমার ভক্ত-দর্শকদের জন্য সেটা চমকই থাক।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: