নায়িকা পপির মা হওয়ার গুঞ্জন
প্রথম নিউজ, ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। অনেক দিন ধরেই তার কোনো খোঁজখবর নেই। হঠাৎ কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল পুত্রসন্তানের মা হয়েছেন বলে খবর প্রকাশ করছে আজ।
যদিও বিষয়টি নিয়ে অভিনেত্রী পপি’র পরিবারের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।
চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন, গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন এ জনপ্রিয় নায়িকা। বর্তমানে মা-ছেলে দুজনই সুস্থ আছেন।
এ ব্যাপারে জানতে পপির মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
এমন গুঞ্জন চাউর হওয়ার পর নাম প্রকাশে অনিচ্ছুক পপির নির্মাণাধীন এক সিনেমার পরিচালক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, চিকিৎসকের দেয়া নির্ধারিত সময়ের আগেই সন্তান জন্ম দিয়েছেন তিনি।
উল্লেখ্য, বর্তমানে ব্যবসায়ী স্বামীর সঙ্গে গাজীপুরে বসবাস করছেন তিনি। এ কারণেই চলচ্চিত্র থেকে অনেকটাই বিচ্ছিন্ন আছেন চিত্রনায়িকা পপি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: