যেখানেই মব দেখবেন সেখানেই উচিত শিক্ষা দেবেন: ইশরাক হোসেন

প্রথম নিউজ, অনলাইন:বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, যেখানে মব দেখবেন সেখানেই তাদের উচিৎ শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন। তিনি বলেন, রাজনীতি করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের আগ্রাসন বিরোধী, অন্য যে কোন দেশ সেটা পাকিস্তান হোক আমেরিকা হোক চায়না হোক রাশিয়া হোক আমরা থোড়াই কেয়ার করি। আমরা চাই সবার আগে বাংলাদেশ।
ইশরাক হোসেন বলেন, আমাদের নেতার ব্যাপারে যখন কটূক্তি করা হবে, অবশ্যই সেটা বাংলাদেশের কোটি জনগণের বুকে দাগ কাটবে; এটাই স্বাভাবিক।
বাংলাদেশে থাকেন, বাংলাদেশের মাটিতে থাকেন, কোন জেলার মানুষের সেন্টিমেন্ট কী, কোন জেলার মানুষ কোন কথা বললে কিভাবে রিয়েক্ট করতে পারে, এগুলো আপনারা জানেন না। রাজনীতি অনেক দূরের কথা, আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠানো দরকার।
তিনি বলেন, স্বৈরাচার খুনি হাসিনা সবচেয়ে কাছের সচিবগুলাকে তাদের পাশে এনে বসাচ্ছে। মুরাদনগরে যে ধরনের বর্বরোচিত একটি হত্যাকাণ্ড ঘটনা হয়েছে কিছুদিন আগে।
তিনজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। প্রথমেই বিএনপির উপরে দায় চাপানোর চেষ্টা করল। পরে দেখা গেল তাদের আত্মীয় এদের প্রশ্রয় দিচ্ছে। আমি বহুবার চেষ্টা করেছি বিভিন্ন সংবাদমাধ্যম, গণমাধ্যমের সাথে কথা বলে যে ভাই আপনারা যান, গিয়ে ইনভেস্টিগেট করেন।
তিনি আরো বলেন, গণমাধ্যম এখনো স্বাধীন হতে পারে নাই। তারা এখনো ভয় পায়। আগে ভয় পেত হাসিনাকে, এখন ভয় পায় এদের। ভয়টা কীভাবে আসল? মব জাস্টিস। মব জাস্টিস নিয়ে আর কথাই কথাই বলব না, যেখানে মব দেখবেন সেখানেই তাদের উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিতে হবে।