বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশ শুরু হয়েছে। রোববার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়।
প্রথম নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশ শুরু হয়েছে। রোববার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। রাজধানী ছাড়া দেশব্যাপী জেলা ও মহানগরে একই কর্মসূচি পালিত হচ্ছে। বিএনপির সমাবেশ ঘিরে প্রেসক্লাব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এর আগে সকাল থেকেই স্বেচ্ছাসেবক দল কর্মীরা মিছিল সহকারে প্রেসক্লাবের সামনে জড়ো হন। তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গোলাম সরোয়ার, আসাদুজ্জামান নেসার, আনু মোহাম্মদ শামীম আজাদ, আজহারুল হক মুকুল, এবিএম পারভেজ রেজা, লিটন মাহমুদ, শাহাবুদ্দিন মুন্না, ফরিদ উদ্দিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাদরেজ জামান, কাদের হালিমী, ইলিম মোহাম্মদ নাজমুল আলম, আকতারুজ্জামান বাচ্চু, মোস্তাফিজুর রহমান মনির, আরিফুর রহমান আরিফ, আজগর হায়াত লিমন, মোখলেছুর রহমান, তকদির হোসেন স্বপন, আশ্রাফ উদ্দিন রুবেল, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলীসহ দলীয় নেতাকর্মীরা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: