গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তির শেষ ধাপ শুরু

গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তির শেষ ধাপ শুরু

প্রথম নিউজ অনলাইন: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে পঞ্চম ও শেষ পর্যায়ের প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১২টা থেকে শুরু হওয়া এ প্রক্রিয়া চলবে আগামী ২৭ জুলাই পর্যন্ত। প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে আবেদনকারীদের অনলাইনে ৫ হাজার টাকা ফি পরিশোধ করতে হবে। এই ফি ২৬ জুলাই রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে দেওয়া যাবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র গুচ্ছভুক্ত যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে সরাসরি জমা দিতে হবে। এ কার্যক্রম শুরু হয়েছে ১৯ জুলাই সকাল ১০টা থেকে এবং চলবে ২৭ জুলাই বেলা ৩টা পর্যন্ত।
গুচ্ছ ভর্তি কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ফি পরিশোধ ও মূল কাগজপত্র জমা না দিলে প্রাথমিক ভর্তি বাতিল বলে গণ্য হবে। এতে পরবর্তীতে কোটাভিত্তিক ভর্তির সুযোগ থেকেও বঞ্চিত হতে হবে।
এছাড়া ‘স্টপ অল মাইগ্রেশন’ সম্পন্ন করলে বর্তমানে ভর্তি হওয়া বিভাগ ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের বিভাগে আর মাইগ্রেশনের সুযোগ থাকবে না। একইভাবে ‘স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন’ সম্পন্ন করলে শিক্ষার্থী বর্তমানে ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ের পছন্দক্রমের বিভাগগুলো ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আর স্থানান্তরিত হতে পারবেন না।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার পদ্ধতি জানা যাবে গুচ্ছের https://gstadmission.ac.bd এই ওয়েবসাইটে।