গ্রিন রোডে বহুতল ভবনে আগুন
রাজধানীর গ্রিন রোডের ১৪তলা বিশিষ্ট আর এইচ টাওয়ারের পঞ্চমতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর গ্রিন রোডের ১৪তলা বিশিষ্ট আর এইচ টাওয়ারের পঞ্চমতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ করছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, রাজধানীর গ্রিন রোডের আর এইচ টাওয়ারের পাঁচতলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউটি কাজ করছে।
রাহাত টাওয়ারের ১১ তলায় যমুনা টেলিভিশনের অফিস, আটতলায় বিজয় টিভি ও চতুর্থ তলায় বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। অগ্নিকাণ্ডে যমুনা টেলিভিশনের অফিসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: