পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা, আহত ৫০

আজ বুধবার  সকাল ১০টায় শহরের বনানীস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ ঘটে।

পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা, আহত ৫০

প্রথম নিউজ, পটুয়াখালী: পটুয়াখালী‌তে বিএন‌পির বিক্ষোভ সমাবেশে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির ৫০ নেতা আহত হয়েছেন। আজ বুধবার  সকাল ১০টায় শহরের বনানীস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ ঘটে।

আহতরা হলেন- সদর থানার আহ্বায়ক কাজী মাহবুব, জেলা ছাত্রদলের সভাপতি উজ্জ্বল, ছোট বিঘাই মোস্তফা আকন, থানা ছাত্রদলের আহ্বায়ক পৌর যুবদলের মজনু, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্রি বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ হামলা চালিয়েছে। এতে অনন্তপক্ষে ৫০ জন আহত হয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান বলেন, এটা বিএনপির অভ্যন্তরীন কোন্দলের কারণে হতে পারে। হামলার সঙ্গে জেলা আওয়ামী লীগ বা অঙ্গসংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে পটুয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ কোনো বক্তব্য দিতে রাজি হননি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom