বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় সম্মিলিত পেশাজীবী পরিষদের শোক, সুষ্ঠু তদন্ত দাবি

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। মঙ্গলবার এক শোকবার্তায় সংগঠনটির আহ্বায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন ও সদস্যসচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী বলেন, ‘উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের সংবাদে আমরা গভীরভাবে শোকাহত। যে পরিবারগুলো তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর দরবারে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই দুর্ঘটনা যেন আর কোনো পরিবারকে কষ্ট না দেয়— এই প্রার্থনা করছি।’