রাজধানীতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়ক রোড ও ঢাকা ব্যাংকের সামনে থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (২০ জুলাই) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কায়সার হুসাইন বলেন, আমরা খবর পেয়ে রাত সোয়া ১টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক ফারুক রোড ও ঢাকা ব্যাংকে সামনে থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করি। মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে।
তিনি বলেন, স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।