জাবি বায়োটেক ক্লাবের উদ্যোগে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জাবি বায়োটেক ক্লাবের উদ্যোগে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
প্রথম নিউজ, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বায়োটেক ক্লাবের আয়োজনে দিনব্যাপী উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে জাবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের প্রায় ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সেমিনারের প্রথম পর্বে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য একটি কার্যকর আবেদনপত্র তৈরির প্রয়োজনীয় উপাদান নিয়ে আলোচনা করেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান তুষার।
দ্বিতীয় পর্বে ইউরোপের ইরাসমাস মুনডুস যৌথ মাস্টার্স প্রোগ্রামের প্রয়োজনীয় দিকগুলো তুলে ধরেন একই বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী তানজীম আহমেদ ও আবু রাহাদ।
সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের কনফারেন্স সেক্রেটারি মো. জাহিদ বিন আবেদীন রুহানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলিফ মীরধা। তিনি বলেন, “জীববিজ্ঞান শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনগণের মাঝে জীবপ্রযুক্তি বিষয়ে সচেতনতা বাড়াতে বায়োটেক ক্লাব কাজ করছে। আশা করি এই আয়োজন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথকে সহজ করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের মেন্টর ও বিভাগের প্রভাষক সিয়াম আহমেদ, যিনি বলেন, “উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের জন্য এ ধরনের কর্মসূচি অত্যন্ত সহায়ক। ক্লাবের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. শাহেদুর রহমান বলেন, “শুধু উচ্চশিক্ষা নয়, কারিগরি ও সামাজিক দক্ষতা অর্জনের মাধ্যমেও শিক্ষার্থীরা দেশে ফিরে বায়োটেকনোলজির উন্নয়নে অবদান রাখতে পারে।”
সেমিনার শেষে ক্লাবের সভাপতি রিফাত আহমেদ শাকিল সেশন পরিচালকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। তিনি বলেন, “বায়োটেক ক্লাব জীববিজ্ঞানভিত্তিক জ্ঞান ও উদ্যোক্তা তৈরিতে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখবে।”