ভালুকায় যুবলীগ নেতা টুটুল গ্রেপ্তার

প্রথম নিউজ, অনলাইন: ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগ নেতা ফজলে নূর মণ্ডল টুটুলকে গ্রেপ্তার করা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ওই ইউনিয়নের জামিরাপাড়া গ্রামের মরহুম ওয়াজেদ আলী মাস্টারের ছেলে।
গতকাল শনিবার (১৯ জুলাই) রাতে ভালুকা মডেল থানা পুলিশ উপজেলার রাজৈ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
ভালুকা মডেল থানার একটি রাজনৈতিক মামলায় আজ রবিবার (২০ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, গ্রেপ্তারকৃত আসামিকে একটি রাজনৈতিক মামলায় আদালতে পাঠানো হয়েছে।