বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক

বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক

প্রথম নিউজ, অনলাইন: উত্তরার মাইলস্টোন কলেজের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুর্ঘটনার পর সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই শোকবার্তা দেন।

তারেক রহমান লিখেন, মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা মর্মাহত। আমরা চাই যে, যাতে কোনও শিক্ষার্থীকে তাদের শিক্ষা, বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের সুবিধার্থে প্রতিষ্ঠানগুলিতে এই ধরনের আতঙ্কের মুখোমুখি হতে না হয়। 

তিনি আরও লিখেন, আমার আন্তরিক প্রার্থনা শোকসন্তপ্ত তরুণদের আত্মার সঙ্গে রয়েছে এবং আমি বিএনপির নেতা, কর্মী ও পেশাজীবিদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের একসঙ্গে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। 

এরআগে, এদিন দুপুর ১টা ৬ মিনিটে স্কুলের ভবনের গেটে আছড়ে পড়ে বিমানটি। সেখানে স্কুলটির বাচ্চাদের ক্লাস চলছিল। এ ঘটনায় এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৭০ জনকে ভর্তি করা হয়েছে।