সুস্থ হয়ে উঠছেন খালেদা জিয়া
প্রথম নিউজ, ঢাকা: সুস্থ হয়ে উঠছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আজ সোমবার বিকালে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা.এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আলহামদুলিল্লাহ, ম্যাডাম সুস্থ হয়ে উঠছেন। মেডিকেল বোর্ড নিয়মিত তার বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টসমূহ পর্যালোচনা করে চিকিৎসা দিচ্ছেন।
হাসপাতালে কেবিন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসপাতাল এবং মাঝে-মধ্যে বাসা থেকে রান্না করা খাবার খাচ্ছেন তিনি।
বেগম খালেদা জিয়ার মরহুম ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, ছোট ভাই শামীম এস্কান্দার, মরহুম ভাই সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার নিয়মিত হাসপাতালে তার পাশে থাকছেন। গত ২৪ অক্টোবর লন্ডন থেকে ঢাকায় আসেন সিঁথি।
গত ৯ অক্টোবর থেকে টানা কয়েকদিন বেগম খালেদা জিয়ার শরীরে তাপমাত্রা উঠানামা করছিলো। এর পরিপ্রেক্ষিতে গত ১২ অক্টোবর তাকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
গত ২৫ অক্টোবর তার শরীর থেকে নেওয়া টিস্যুর বায়োপসি করা হয়। গতকালই বায়োপসি রিপোর্ট মেডিকেল বোর্ড হাতে এসে পৌঁছায়। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিতসক অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনের চিকিতসা চলছে।
৭৬ বছর বয়েসী বেগম খালেদা জিয়া বুহবছর যাবত আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: