দেশে গণতন্ত্র নেই, একদলীয় রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা হচ্ছে: মির্জা ফখরুল
প্রথম নিউজ, ঢাকা: দেশে গণতন্ত্র নেই, একদলীয় রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলটির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দলের নীতি নির্ধারণী সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল মনে করেন, গণতন্ত্রহীনভাবে চলতে থাকলে একসময় মুখ থুবড়ে পড়বে দেশ। তিনি বলেন, রাষ্ট্রব্যবস্থা পুনরূদ্ধারে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। এতে সবার অংশগ্রহণ অপরিহার্য।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, আগামীতে এই সরকারের অধীনে জাতীয় নির্বাচনে যাওয়া মানে বিএনপির রাজনৈতিক আত্মহত্যা। তাই বর্তমান সরকারের অধীনে আর কোন নির্বাচন নয়। নিরপেক্ষ সরকারের দাবি পুরণের জন্য সারাদেশে আন্দোলন করতে হবে। তবে আন্দোলনের মুল কেন্দ্র রাখতে হবে ঢাকা।
নেতারা বলেন, ওয়ান ম্যান শো দলগুলোর সঙ্গে জোট করে কোনো লাভ হবে না, বিএনপির নেতৃত্বে আন্দোলন গড়ে তুলতে হবে। দলের তৃণমূল নেতাকর্মীরা প্রস্তুত আছে, রাজধানী ঢাকা প্রস্তুত করে বিএনপিকে এককভাবে আন্দোলনের ডাক দিতে হবে।