রাজধানীর শেওড়াপাড়ায় ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর শেওড়াপাড়ায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় লক্ষ করা গেছে, তবে ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।