আদাবরে নারীর ঝুলন্ত-পচন ধরা মরদেহ উদ্ধার

জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আদাবরে নারীর ঝুলন্ত-পচন ধরা মরদেহ উদ্ধার

প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর আদাবরে বাইতুল আমান হাউজিংয়ের একটি বাসা থেকে সিনথিয়া (২৮) নামে এক নারীর ঝুলন্ত-পচন ধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ জুলাই) রাত আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

সিনথিয়ার মামা লিপন ঢাকা পোস্টকে বলেন, আমার ভাগ্নি ও তার স্বামী একই বাসায় থাকত। রাত ৯টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এসে জানতে পারি, পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে সে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। তার স্বামীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তারা দুজনই চাকরি করতো। তাদের কোন ছেলে মেয়ে নেই। পুলিশ এ নিয়ে তদন্ত করছে। আমি নিজেও সঠিক কিছু বলতে পারছি না।

বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো নজরুল ইসলাম বলেন, ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে ৯৯৯-এ জানানো হয়। পরে আমরা খবর পেয়ে গিয়ে দরজা ভেঙে ঢুকে দেখি গলায় ফাঁস দিয়ে এক নারী ঝুলছেন। তার শরীর পচে গেছে। তার স্বামীর নাম সামিউদ্দিন রাব্বানী, ডাক নাম স‍্যাম। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা বিস্তারিত কিছু জানতে পারিনি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন, সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom