হাইকোর্ট মোড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) তার মৃত্যু হয়।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর হাইকোর্ট মোড়ের আব্দুল গনি সড়কে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শেখ মাকসুমুল কাইয়ুম রয়েল (৪৫) বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) তার মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় নিহত মাকসুদুর রহমান রয়েলের মেয়ে রাফা আক্তার (১৩) ও ছেলে তানভীর (৯) গুরুতর আহত হয়েছন। তারা বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী। তারা ঢামেকে চিকিৎসাধীন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews