প্রথম নিউজ, সিলেট: সিলেটের বিশ্বনাথে চাঞ্চল্যকর স্কুলছাত্র সুমেল মিয়া (১৪) হত্যা মামলায় আটজনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ জুলাই) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহীন এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট কামাল হোসেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১ মে সিলেটের বিশ্বনাথ উপজেলার চাউলধনি হাওড়ে জমি নিয়ে বিরোধের জেরে সুমেলের বাবা ইব্রাহিম আলীকে গুলি করতে আসে প্রতিপক্ষরা। এ সময় বাবাকে রক্ষায় এগিয়ে গেলে গুলিবিদ্ধ হন স্কুলছাত্র সুমেল। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার একদিন পর নিহতের বাবা বাদী হয়ে ২০ জনকে আসামি করে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে আদালত আট আসামির বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেন। এছাড়া সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
রায়ের সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।