মুগদা হাসপাতালেই ৫২ ডেঙ্গু রোগী, তথ্য নেই বলছে ডিএসসিসি

বৃহস্পতিবার (১৬ জুন) ভর্তি হয়েছিলেন ১৮ জন। আগেরদিন বুধবার (১৫ জুন) ভর্তি হয়েছিলেন আট জন। এখন মুগদা হাসপাতালেই ভর্তি আছেন ৫২ রোগী।

মুগদা হাসপাতালেই ৫২ ডেঙ্গু রোগী, তথ্য নেই বলছে ডিএসসিসি
ফাইল ফটো

প্রথম নিউজ, ঢাকা: গত কয়েকদিন ধরে দেশে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। এরমধ্যেই চোখা রাঙাচ্ছে ডেঙ্গু। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৯ জন। এর মধ্যে ২২ জনই ভর্তি হয়েছেন মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার (১৬ জুন) ভর্তি হয়েছিলেন ১৮ জন। আগেরদিন বুধবার (১৫ জুন) ভর্তি হয়েছিলেন আট জন। এখন মুগদা হাসপাতালেই ভর্তি আছেন ৫২ রোগী। তবে সিটি করপোরেশন বলছে তাদের কাছে রোগীর কোনও তথ্য নেই।

এদিকে বর্ষার শুরুতে হঠাৎ ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ার ঘটনাকে ‘রেড অ্যালার্ট’ হিসেবে দেখছেন কীটতত্ত্ববিদরা। রোগীর ঠিকানা ধরে মশক সার্ভিলেন্স বাড়ানোর কথা বলছেন তারা। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির বলেন, ‘স্বাস্থ্য অধিদফতর এখনও ডেঙ্গু রোগীর কোন তথ্য সরবরাহ শুরু করেনি। যে কারণে এ বিষয়ে আমাদের কাছে কোনও তথ্য নেই। তিনি বলেন, ‘গতবার যখন ডেঙ্গু বাড়ছিল, তখন রোগীর তথ্য আমাদের সরবরাহ করা হয়েছে। এবার হয়তো রোগী বাড়লে তথ্য সরবরাহ শুরু করবে স্বাস্থ্য অধিদফতর।’

ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, ‘তথ্য দিলে আমরা সেই ঠিকানা ধরে অভিযান চালাবো। তবে কীটতত্ত্ববিদ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জিএম সাইফুর রহমান বলেন, ‘বর্ষার শুরুতেই ডেঙ্গু রোগী বাড়ছে। এভাবে রোগী বাড়লে ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। তিনি বলেন,  ‘সিটি করপোরেশনের উচিত ডেঙ্গু রোগীর তথ্য সংগ্রহ করে ওইসব এলাকায় সার্ভিলেন্স কার্যক্রম জোরদার করা। এলাকাভিত্তিক ডেঙ্গু রোগীর তথ্য সরবরাহ করে মানুষকে সচেতন করাও প্রয়োজন।’

সহকারী অধ্যাপক জিএম সাইফুর রহমান দক্ষিণ সিটি করপোরেশনকে ডেঙ্গু রোগীর তথ্যভাণ্ডার তৈরির পরামর্শ দেন। পাশাপাশি এডিস মশা যেখানে সক্রিয় সেই সব এলাকায় অভিযান চালানোর আহ্বান জানান তিনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom