ফুটবল হতে পারে যুদ্ধ বন্ধের প্রেরণা: ট্রাম্প

প্রথম নিউজ, খেলা ডেস্ক: আগামী বছর যৌথভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আয়োজক হিসেবে তাদের সঙ্গে কানাডা এবং মেক্সিকো। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথমবার বৈঠকে বসেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এই সভায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়েও মন্তব্য করেন ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ফিফা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, রাশিয়া যে নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপে অংশ নিতে পারবে না- সেটা তিনি জানতেন না। এসময় ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে উদ্দেশ্য করেন ট্রাম্প বলেন, ‘আমি এটা জানতাম না, বিষয়টা কি সত্যি? আপনি কি বিষয়টি একটু ব্যাখ্যা করবেন?’
ফিফা প্রেসিডেন্ট জানান, ‘হ্যাঁ ঠিকই বলেছেন। তাদের আপাতত খেলার অনুমতি নেই, তবে আমরা আশা করি কিছু একটা ঘটবে এবং শান্তি ফিরে আসবে, যাতে করে রাশিয়াকে আবার অন্তর্ভুক্ত করা যায়।’ জবাবে ট্রাম্প বলেন, ‘এটা সম্ভব। এটা তো ভালো প্রেরণা হতে পারে, তাই না? আমরা তাদের থামাতে চাই। আমরা চাই তারা থেমে যাক। প্রতি সপ্তাহে ৫ হাজার মানুষ নিহত হচ্ছে- এটা বিশ্বাস করাই কঠিন। আমরা এই যুদ্ধ বন্ধ করব।’
মেক্সিকো এবং কানাডার সঙ্গে যৌথভাবে ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন নিয়ে ট্রাম্প বলেন, ‘আমি এখানে উদ্বেগের কিছু দেখি না। দুই দেশের সঙ্গেই আমরা খুব ভালোভাবে আয়োজন করতে পারি। তাদেরকে কেবল আরও কিছু অর্থ প্রদান করতে হবে। তারা এমন জিনিস পেয়ে যাচ্ছে, যা তাদের পাওয়া উচিত না। আর সেটা তারা বুঝতেও পারছে।’