মেসির জাদুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় মায়ামির

মেসির জাদুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় মায়ামির

প্রথম নিউজ, খেলা ডেস্ক:  ক্লাব বিশ্বকাপ থেকে বিদায়ের পর মেজর লিগ সকারে দারুণভাবে ফিরেছে ইন্টার মায়ামি। রবিবার (৬ জুলাই) সিএফ মন্ট্রিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে দলটি। ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি, করিয়েছেন আরও একটি।

এদিন দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়ে মায়ামি। মন্ট্রিলের প্রিন্স ওয়ুসু গোল করে এগিয়ে নেন দলকে। এরপর একাধিক আক্রমণ রুখে দেন মন্ট্রিল গোলরক্ষক সিরোইস। তবে ৩৩ মিনিটে সমতায় ফেরে মায়ামি। মেসির বাড়ানো বল থেকে গোল করেন তাদেও আলেন্দে। সাত মিনিট পর গোল করে দলকে এগিয়ে নেন মেসি নিজেই।
দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে তেলাসকো সেগোভিয়ার শটে ব্যবধান বাড়ে। এরপর ৬২ মিনিটে দুর্দান্ত এক একক প্রচেষ্টায় মেসি করেন নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল। এক মাসেরও বেশি সময় পর মাঠে ফিরে নৈপুণ্য দেখিয়ে মেসি জানিয়ে দিলেন, তিনি এখনও আগের মতোই ভয়ঙ্কর। জয় দিয়ে ফেরার আনন্দে মুখর ইন্টার মায়ামি শিবির।