এটাই আমার জীবনের সেরা ঈদ: নাসির
প্রথম নিউজ, ডেস্ক : কিছুদিন আগে সুখবর দিয়েছেন ক্রিকেটার নাসির। ছেলের বাবা হয়েছেন নাসির-তামিমা দম্পতি। তাদের ঘরে এখন চাঁদের হাট।
সন্তানকে নিয়ে তার প্রথম ঈদটা দেশের বাইরে করছেন নাসির। সম্প্রতি পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। সেখানেই ছেলের সঙ্গে প্রথম ঈদটা কাটাচ্ছেন এ অলরাউন্ডার।
ছেলেকে নিয়ে বিদেশে ঈদের দিনটা ভালোই কাটছে নাসিরের। ছেলের সঙ্গে ঈদের দিনে ফেমবন্দি হয়েছেন জাতীয় দলের এই সাবেক অলরাউন্ডার।
সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন নাসির। ছবিতে বাবা-ছেলেকে দেখা যায় পাঞ্জাবিতে। ক্যাপশনে নাসির লিখেছেন, ‘এটাই আমার জীবনের শ্রেষ্ঠ ঈদ। সবাইকে ঈদ মোবারক।’
গত ৮ এপ্রিল নাসির হোসেন ও তামিমা দম্পতির কোলজুড়ে এসেছে তাদের প্রথম সন্তান।
নাসিরের স্ত্রী তামিমা পেশায় একজন বিমানবালা। তিনি সৌদিয়া এয়ারলাইনসে কর্মরত। চাকরির সুবাদে তিনি ২০২০ সালের ১০ মার্চ সৌদি আরবে গিয়েছিলেন। মহামারির কারণে জরুরি অবস্থা সৃষ্টি হলে সেখানেই অবস্থান করেন।
এরপর গত বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার এক রেস্তোরাঁয় ক্রিকেটার নাসিরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তামিমা।
তাদের গায়ে হলুদ ও বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান যথাক্রমে ১৭ ও ২০ ফেব্রুয়ারি সম্পন্ন হয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews