পঞ্চগড় সীমান্তে আরও ১৫ জনকে পুশইন, চলতি মাসে সংখ্যা ছাড়ালো শতকে

পঞ্চগড় সীমান্তে আরও ১৫ জনকে পুশইন, চলতি মাসে সংখ্যা ছাড়ালো শতকে

প্রথম নিউজ, পঞ্চগড়: পঞ্চগড়ের সদর উপজেলার চাকলাহাট ও অমরখানা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেরত পাঠানোদের মধ্যে পাঁচজন নারী, পাঁচজন পুরুষ ও পাঁচটি শিশু রয়েছে।

শনিবার (৫ জুলাই) ভোররাতে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন রতনীবাড়ী বিওপির খুনিয়াপাড়া ও অমরখানা সীমান্ত এলাকায় বিএসএফের কৈলাশ ক্যাম্পের সদস্যরা ৭৬৪/১৯ এস পিলার পয়েন্ট দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। বিজিবির টহল দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন অঞ্চলে অবৈধভাবে অবস্থান করছিলেন এবং সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন। আইনি প্রক্রিয়া শেষে বিজিবি সদস্যরা তাদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, “সীমান্ত দিয়ে পুশইন হওয়া ১৫ জন বাংলাদেশিকে বিজিবি আটক করে থানায় নিয়ে আসে। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের পরিবারের জিম্মায় দেওয়ার ব্যবস্থা নিচ্ছি।”
এ নিয়ে পঞ্চগড় সীমান্ত দিয়ে মোট ১১৪ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করা হলো।