যুক্তরাজ্যে আফগান ও ব্রিটিশ গুপ্তচরসহ শতাধিক পরিচয় ফাঁস

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যে এক গুরুতর নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা প্রকাশ পেয়েছে, যেখানে স্পেশাল ফোর্স ও গোয়েন্দা সংস্থার সদস্যসহ ১০০ জনেরও বেশি ব্রিটিশ নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। ফাঁস হওয়া নাগরিকদের মধ্যে রয়েছেন এমআই৬ গোয়েন্দা ও যুক্তরাজ্যের স্পেশাল ফোর্সেস সদস্যরা। তারা আফগান স্থানান্তর ও সহায়তা কর্মসূচির আওতায় আবেদনকারী আফগানদের পক্ষে সুপারিশ করেছিলেন। ফাঁস হওয়া এই তথ্য তালেবানের হাতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। খবর বিবিসি
প্রতিরক্ষা সূত্রের বরাতে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর যুক্তরাজ্যে পুনর্বাসনের জন্য ১৯ হাজার আফগান আবেদন করেছিল। তাদের ব্যক্তিগত তথ্যসহ একটি ডেটাসেট ২০২২ সালের ফেব্রুয়ারিতে ভুলবশত ফাঁস হয়ে যায়, যুক্তরাজ্যের স্পেশাল ফোর্সেস সদর দপ্তরের এক কর্মকর্তা ভুল করে এই গুরুত্বপূর্ণ ডেটাবেজটি সরকারি ব্যবস্থার বাইরে ইমেইলে পাঠিয়ে দেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমে এই ঘটনা সম্পর্কে জানতেই পারেনি। এক বছর পর ২০২৩ সালের আগস্টে, ফেসবুকের একটি গোপন গ্রুপে ওই স্প্রেডশিটের অংশবিশেষ পোস্ট করা হলে বিষয়টি প্রকাশ্যে আসে।
খবরে বলা হয়, বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল। তবে মঙ্গলবার হাইকোর্টের এক বিচারক অভূতপূর্ব ‘সুপার-ইনজাংশন’ আংশিকভাবে প্রত্যাহার করার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসে। এরপর প্রতিরক্ষা সচিব জন হিলি সরকার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেন। তিনি ঘটনাটিকে ‘প্রশাসনিক ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেন।
বিবিসি জানিয়েছে, ডেটাবেইজে যাদের পরিচয় ছিল তাদের মধ্যে রয়েছে স্পেশাল এয়ার সার্ভিস, স্পেশাল বোট সার্ভিসের সদস্য এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা— যাদের পরিচয় সবসময় চরম গোপনীয়তার মধ্যে রাখা হয়।
এই তথ্য ফাঁসের ঘটনাকে ব্রিটেনের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ নিরাপত্তা লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা শুধু ঝুঁকিতে থাকা আফগানদের নিরাপত্তা নয়, বরং ব্রিটেনের জাতীয় নিরাপত্তাও হুমকির মুখে ফেলেছে।
চলতি সপ্তাহের শুরুতেই আফগানদের তথ্য ফাঁস হয়ে যাওয়া নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। কিন্তু আজকের এই নতুন তথ্য প্রকাশ পেলো যে, বিষয়টি আগে ধারণার চেয়ে অনেক গুরুতর। সরকার এখন এই ফাঁসের উৎস, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের শনাক্তকরণ এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।