প্রয়োজনে আবারও শত্রুর মোকাবিলায় প্রস্তুত ইরান

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: সম্প্রতি ইরান ও ইসরাইলের মধ্যে সংঘটিত ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর বৃহস্পতিবার সকালে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন ইরানি সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর গ্রাউন্ড ফোর্স কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। বৈঠকে তারা জাতীয় প্রতিরোধ ও সেনাবাহিনীর ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে শত্রুর মোকাবিলায় কঠোর জবাব দিতে প্রস্তুত থাকার ঘোষণা দেন।
জেনারেল পাকপুর বলেন, সশস্ত্র বাহিনীর মনোবল দৃঢ় এবং তারা সম্পূর্ণ সমন্বয়ের মাধ্যমে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যেতে প্রস্তুত। যুদ্ধ যদি আবার শুরু হয়, আমরা আগের জায়গা থেকেই তা চালিয়ে যাব। তিনি সদ্য সমাপ্ত যুদ্ধকে ‘ইরানের ইতিহাসের সবচেয়ে জটিল যুদ্ধ ও ষড়যন্ত্র’ বলে অভিহিত করেন এবং জানান, জনগণের বিপুল সমর্থন ও জনপ্রতিরোধের চেতনা এ যুদ্ধ জয়কে সম্ভব করেছে।
তিনি আরও বলেন, যুদ্ধের শেষ দিনগুলোতে দখলদার জায়নিস্টরা নিজেদের চোখে জাহান্নাম দেখেছে। ইরান কখনো শত্রুর কাছে পরাজিত হয়নি।
জেনারেল হাতামি শহীদ আইআরজিসি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সালামি-সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, এই বীরেরা শুধু সেনাবাহিনীকে শক্তিশালী করেননি, বরং সেনাবাহিনী ও আইআরজিসির মধ্যে পারস্পরিক সহযোগিতার এক নতুন অধ্যায় শুরু করেছিলেন।
তিনি ইসরাইলকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য প্রধান হুমকি হিসেবে আখ্যা দিয়ে বলেন, জায়নিস্ট শাসনব্যবস্থা মুসলিম বিশ্বে বিভাজন সৃষ্টি করে এবং সুযোগ পেলে অন্য দেশগুলোকেও আক্রমণ করবে।
বৈঠকে উভয় কমান্ডারই জানান, ইরানি সেনাবাহিনী ও আইআরজিসি একযোগে ইরানের নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় কাজ করবে। জেনারেল হাতামি বলেন, আমরা আল্লাহর সাহায্যে এবং জনগণের শক্তিতে ইরানের পতাকা উঁচিয়ে রাখব।
গত সপ্তাহে ইরান ও ইসরাইলের মধ্যে ঘটে যাওয়া ১২ দিনের যুদ্ধ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। ইরানের পক্ষ থেকে যুদ্ধশেষে স্পষ্ট বার্তা এসেছে— যুদ্ধ থামলেও প্রতিরোধ থামেনি। তারা এখন আগের চেয়েও বেশি সংগঠিত এবং প্রস্তুত। সূত্র: মেহের নিউজ