গাজায় ইসরাইলের নতুন হামলায় শিশুসহ নিহত ১৭ ফিলিস্তিনি

গাজায় ইসরাইলের নতুন হামলায় শিশুসহ নিহত ১৭ ফিলিস্তিনি

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর নতুন দফার হামলায় অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। গাজার মেডিকেল সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার সর্বশেষ হামলায় ইসরাইলি সেনারা উত্তরাঞ্চলের জাবালিয়া শহরে গোলাবর্ষণ করে, যাতে তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হন।

গাজা সিটির জেইতুন এলাকায় ক্যাথলিক চার্চ ‘হলি ফ্যামিলি’র ওপর ইসরাইলি যুদ্ধবিমানের হামলায় আরও দুজন নিহত হন এবং চার্চের প্যারিস যাজকসহ অনেকে আহত হন। আরও জানা যায়, গাজা সিটিতে ত্রাণ নিতে জড়ো হওয়া বেসামরিক জনগণের ওপর ইসরাইলি হামলায় আরও আটজন নিহত হন।

একই শহরের জেইতুন এলাকায় একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় আরও চার বেসামরিক নাগরিক প্রাণ হারান। এছাড়া, মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে স্থানচ্যুত পরিবারের তাবুতে ইসরাইলি ড্রোন হামলায় নারী ও শিশুসহ পাঁচজন ফিলিস্তিনি নিহত হন এবং আরও অনেকে আহত হন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সেনাবাহিনী আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত প্রায় ৫৮,৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

গত নভেম্বর মাসে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ইসরাইলের বিরুদ্ধে গাজায় চালানো যুদ্ধের কারণে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি গণহত্যার মামলাও চলমান রয়েছে। সূত্র: আনাদুলু এজেন্সি