ইসরাইলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইসরাইলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ইসরাইলের পাবলিক ব্রডকাস্টার ক্যান, জাচি আদেগাতি বলেছেন, দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে ১০ ইসরাইলি সেনা আত্মহত্যা করেছেন। তিনি বলেছেন, অনেক হয়েছে! সড়কে অনেক প্রবীণ সেনাকে দেখা যায়। তবে চারপাশের আমলাতন্ত্রের কারণে তাদের কাছে পর্যাপ্ত সাহায্য পৌঁছানো সম্ভব হয় না।
আরও বলেছেন, কখনো কখনো ওই সব প্রবীণ যোদ্ধাদের কাছে ২৪ ঘণ্টা অপেক্ষা করার মতো সময় থাকে না। অনেকে সরকারের কাছ থেকে চিকিৎসাসেবার অপেক্ষায় থাকার পর তা না পেয়ে আত্মহত্যা করেন। এ সপ্তাহের শুরুতে টাইমস অব ইসরাইলের তরফে বলা হয়েছে, ইসরাইলের দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণে থাকা অবস্থায় আত্মহত্যার চেষ্টা করেছে এক সেনা। এতে সে গুরুতরভাবে আহত হয়। এ বছরের জানুয়ারিতে ইসরাইলি সামরিক জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ২৮ সেনা আত্মহত্যা করেছে।
এদিকে ২৪ ঘণ্টায় আরও কমপক্ষে ৫৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এছাড়া গাজার একটি ক্যাথলিক চার্চে ইসরাইলি হামলায় ৩ জন নিহত হয়েছেন। আহত ১০। চার্চে হামলার ফলে বিশ্বজুড়ে চলছে নিন্দার ঝড়। এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দ্রুজ ও বেদুইন যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টা সত্ত্বেও সুয়াইদা প্রদেশে হামলা চালিয়েছে ইসরাইল। সূত্র: আল জাজিরা