ওপারে জয়ার দুই ছবি

ওপারে জয়ার দুই ছবি

প্রথম নিউজ, অনলাইন:   সময়টা যেন জয়া আহসানেরই। বাংলাদেশে যেমন তাঁর একের পর এক কনটেন্ট মুক্তি পাচ্ছে, সমান কিংবা তারও অধিক ব্যস্ততা ভারতেও। গতকাল ভারতে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন ছবি ‘ডিয়ার মা’। অনিরুদ্ধ রায়চৌধুরীর এ ছবি নিয়ে সেখানকার দর্শকমহলেও আগ্রহ বেশ।

অন্যদিকে অন্তর্জালে এসেছে তাঁর আরেকটি ছবি ‘পুতুলনাচের ইতিকথা’র নতুন ট্রেলার। বিখ্যাত রটারড্যাম উৎসব ঘুরে আসা এ ছবি নির্মিত হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে। সুমন মুখোপাধ্যায়ের ছবিটি মুক্তি পাবে ১ আগস্ট। ‘বিজয়া’, ‘বিসর্জন’ ছবির পর আবার এই ছবির মাধ্যমে বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন আবির চট্টোপাধ্যায় এবং জয়া আহসান।

পরিচালক সুমন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে দেখতে পাওয়া যাবে কুসুম, শশী এবং কুমুদদের জীবন কাহিনি। এতদিন যে চরিত্রগুলি বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিল, তাঁদের এবার চোখের সামনে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।