প্রথম নিউজ, অনলাইন: মার্ক্সবাদী-লেনিনবাদী তাত্ত্বিক, লেখক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন ওমরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ইউনাইটেড হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৮ জুলাই) সকালে শাহবাগে জাতীয়তাবাদী যুব দলের এক অনুষ্ঠানে অংশ নিয়ে দুপুরে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পৌঁছান তিনি। সেখানে কেবিনে ভর্তি প্রবীণ এই নেতার পাশে কিছু সময় অবস্থান করেন মির্জা ফখরুল। তিনি চিকিৎসকদের কাছ থেকে ওমরের সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বদরুদ্দীন ওমরের আশু সুস্থতা কামনা করে দোয়া ও শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব। জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেন, ‘‘গত ২২ জুলাই প্রবীণ নেতা শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এখন অনেকটা উন্নতির দিকে।’’
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন বদরুদ্দীন ওমর। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি ও গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৩ সালে তিনি ‘জাতীয় মুক্তি কাউন্সিল’ নামে একটি সংগঠন গড়ে সভাপতির দায়িত্ব নেন।