ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহবান সালামের
ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে
প্রথম নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আবদুস সালাম বলেছেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবী আদায়ে ইতিপূর্বে আওয়ামী লীগ যেসব কর্মসূচী পালন করেছে, আমরাও ওইসব কর্মসূচী পালন করেই দাবী আদায় করবো। সোমবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত খিলগাঁও থানার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যকে তিনি এসব কথা বলেন। আবদুস সালাম বলেন, জনগনের অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। সব দল, মত, শ্রেণী পেশার মানুষ যার যার অবস্থান থেকে এই সরকারের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ওয়ার্ড কমিটি সমুহ গঠনকল্পে গঠিত সাংগঠনিক টীম ৩ এর প্রধান নগর যূগ্ম আহবায়ক আবদুস সাত্তারের সভাপতিত্বে কর্মীসভায় আরও বক্তব্য রাখেন- মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, নগর যূগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, নগর বিএনপি নেতা এড. ফারুকুল ইসলাম, জামিলুর রহমান নয়ন, আরিফা সুলতানা রুমা, সাইফুল্লাহ খালেদ রাজনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: