বায়োপসির রিপোর্ট অনুযায়ী চিকিৎসা চলছে খালেদা জিয়ার
অপারেশনের দুদিন পরই পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা শুরু করেন
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বায়োপসির রিপোর্ট পাওয়া গেছে। সে অনুযায়ী তারা চিকিৎসাও ইতোমধ্যে শুরু হয়েছে।
আজ রোববার দুপুরে বেগম খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য দলের ভাইস চেয়ারম্যান ডা.এ জেড এম জাহিদ সাংবাদিকদের এ তথ্য জানান। তবে রিপোর্টের ফলাফল কোনো কথা বলতে রাজি হননি তার চিকিৎসক ও বিএনপির নেতারা।
ডা. জাহিদ বলেন, ‘ম্যাডামের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ওনার বায়োপসি রিপোর্টও এসেছে। সেই অনুযায়ী ম্যাডামের চিকিৎসাও শুরু হয়েছে।’
সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসনের শরীরের একটি অংশের চামড়া ফোসকার মতো (লাম্প বা চাকা) হয়ে ছিল। এর কারণ জানতে গত ২৫ অক্টোবর তার বায়োপসি করা হয়। অপারেশনের দুদিন পরই পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা শুরু করেন। বর্তমানে তার অবস্থা মোটামুটি ভালো। শরীরের তাপমাত্রাও স্বাভাবিক আছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: