জেলা যুবদল সভাপতিসহ ৬ আসামি রিমান্ডে
যুবদল সভাপতি মো. মঞ্জুরুল আজিম সুমনসহ ৬ আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

প্রথম নিউজ, নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপসহ জেলার বিভিন্ন স্থানে হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা যুবদল সভাপতি মো. মঞ্জুরুল আজিম সুমনসহ ৬ আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৩১ অক্টোবর) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বেগমগঞ্জ মডেল থানার ৩০ নম্বর মামলায় আসামি মো. মঞ্জুরুল আজিম সুমন, হারুনুর রশিদ ও ফয়সাল বারী চৌধুরীকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এছাড়া, বেগমগঞ্জ মডেল থানার ৩১ নম্বর মামলায় আসামি মো. আনোয়ারুল ইসলাম, মো. আবু তালেব ও মো. ফরহাদকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম আরও জানান, কুমিল্লার ঘটনার জের ধরে ১৫ অক্টোবর জেলার বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় ২২২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ৭ আসামি হামলায় নিজেদের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এর আগে ৩০ আসামির রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাকী অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: