নিজের পরিকল্পনায় এগোতে চায় ভাবনা

নিজের পরিকল্পনায় এগোতে চায় ভাবনা

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: চলমান সময়ের ব্যস্ত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছোটপর্দার পাশাপাশি বড় পর্দায়ও অভিনয় করছেন তিনি। অভিনয়ের বাইরে লেখক হিসেবেও আলাদা একটা পরিচয় আছে তার। সেই সঙ্গে শখের বশে আঁকাআঁকিতেও সুনাম অর্জন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকা এই অভিনেত্রী এবার জানালেন তার না বলা কিছু কথা। কয়েকদিন আগে ফেসবুকে ভাবনার কয়েকটি মেকাপ ছাড়া ছবি ছড়িয়ে পড়ায় নানা আলোচনা-সমালোচনার জন্ম দেন তিনি।

এই সমালোচনার জবাব দিতে ভাবনা জানালেন আরও কিছু অপ্রকাশিত তথ্য। নিজের ফেসবুক পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, ‘মেকআপ ছাড়া ছবি নিয়ে নিউজের শেষ নেই। তবে আমার কাজ যারা দেখেন , তারা জানেন,আমার বেশিরভাগ চরিত্র আমি নির্মাণ করেছি মেকআপবিহীন এবং সেই চরিত্র হয়ে ওঠার জন্য আমাকে পরিচালক যেভাবে দেখতে চেয়েছেন সেভাবে পর্দায় হাজির হয়েছি।’

ভাবনা আরও জানান তার প্রথম সিনেমা ‘ভয়ংকর সুন্দর’-এ তিনি ছিলেন পুরোপুরি মেকআপ ছাড়া। তিনি লিখেছেন, আমার প্রথম সিনেমা ‘ভয়ংকর সুন্দর-এ আমি মেকআপ ছাড়া পর্দায় হাজির হয়েছি । আমি বেশিরভাগ সময়ই মেকআপ ছাড়া থাকি, এবং সেটা নিয়ে অন্যদের অনেক কথা শুনতে হয়। আমি কখনই সেই চেনা নায়িকা হতে চাইনি। আমি হতে চাই আমার মতো।’

সদ্য মুক্তি পাওয়া তার নতুন সিনেমা ‘চারুলতা’র একটি ছবি নিয়ে আবারও আলোচনায় আসেন ভাবনা। সেই ছবি প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘এই ছবিটা আমার নতুন সিনেমা চারুলতার। দেখেই বুঝতে পারছেন। আমি অভিনেত্রী হতে চাই, তার মানে এই নয় যে, আমি ধুমধাড়াক্কা নাচে-গানে ভরপুর সিনেমা করতে চাই না। আমি তিন বছর বয়স থেকে নাচ শিখেছি, নাচের সিনেমা তো করবোই। সব ধরনের সিনেমাই আমি করতে চাই। এবং এই যে ছোটবেলা থেকে তৈরি হচ্ছি একটু একটু করে একদিন অবশ্যই আপনাদের সবচেয়ে প্রিয় অভিনেত্রী হবো—এটাই আমার বিশ্বাস। কারণ আমার শক্তি আমার দর্শক। তারাই আমাকে বাঁচিয়ে রেখেছেন। তারা আমাকে ভালোবাসে বলেই আমাকে মানুষ কাজে নিতে বাধ্য হয়।’

ভাবনা জানান, এখন থেকে নিজের পরিকল্পনা মতোই সামনে এগিয়ে যেতে চান।