ঘুরে বেড়াচ্ছেন জাহ্নবী, ভাই অর্জুন ব্যস্ত কীসে
প্রথম নিউজ, ডেস্ক : যখন হাতে কাজ থাকে না তখন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ঘুরে বেড়ান দেশ বিদেশে। সে ধারাবাহিকতায় এখন তিনি ঘুরছেন যুক্তরাষ্ট্রে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ঘুরে বেড়াচ্ছেন এমন বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বলিউডের নবাগত এ অভিনেত্রী।
লস অ্যাঞ্জেলসে ঘুরে বেড়ানোর ছবিগুলোতে দেখা যায়, ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কালো ব্লেজার পরে লস অ্যাঞ্জেলসের পথে পথে ঘুরে বেড়াচ্ছেন জাহ্নবী।
অপরদিকে ইনস্টাগ্রামে জাহ্নবীর পোস্টে কমেন্ট করেছেন তার ভাই অর্জুন কাপুর।
অর্জুন কাপুর কমেন্টে লিখেছেন, এটি একটি বিশ্ব ভ্রমণ।
তার চাচা সঞ্জয় কাপুর লিখেছেন, ভাগ্যবান তুমি।
লস অ্যাঞ্জেলসে যাওয়ার আগে জাহ্নবী ঘুরেছেন নিউ ইয়র্কেও।
বনি কাপুর ও শ্রীদেবীর কন্যা জাহ্নবী। তার বোন খুশি পড়াশোনা করছেন নিউইয়র্কের ফিল্ম একাডেমিতে। তারও আকঙ্ক্ষা অভিনেত্রী হওয়ার। অর্জুন ও আনশুলা বনি কাপুরের অন্য স্ত্রীর সন্তান।
এ বলি অভিনেত্রীর অভিষেক হয়েছিল ২০১৮ সালে ধাড়াক সিনেমা দিয়ে। এ ছাড়াও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন শ্রীদেবীকন্যা।জাহ্নবী অভিনীত সর্বশেষ হরর কমেডি চলচ্চিত্র ‘রুহি’ মুক্তি পাওয়ার পর এখন তার হাতে অফুরন্ত সময়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: