করোনায় আক্রান্ত দেব-রুক্মিনী, আছেন আইসোলেশনে

প্রথম নিউজ, ডেস্ক : করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতার অভিনেতা দেব ও রুক্মিনী মৈত্র। বুধবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক দুটি পোস্টে তারা নিজেদের করোনা পজিটিভ হওয়ার খবর দেন। বর্তমানে নিজদের বাড়িতেই আসোলেশনে আছেন এই দুই তারকা।
ওইদিন সকালে দেব সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বলেন, ‘আমাকে নিয়ে চিন্তা করার জন্য ধন্যবাদ। করোনা পরীক্ষার ফলাফল হাতে পেয়েছি। আমার করোনা পজিটিভ কোনো উপসর্গ ছাড়াই। আপাতত হোম আইসোলেশনে আছি।’
রুক্মিনী মৈত্র সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আপনাদের সবাইকে জানাতে চাই আমার করোনা পজিটিভ এসেছে। আপাতত আমি বাড়িতেই আছি আমার পারিবারিক ডাক্তারের তত্ত্বাবধানে। এটা একটা খুব কঠিন সময়। তাই মনে জোর রাখুন আর অবশ্যই মাস্ক পরুন। আশা করছি খুব জলদি সুস্থ হয়ে উঠবো।’
এদিকে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের আরেক অভিনেতা মিমি চক্রবর্তী। যদিও মিমির দাবি, তিনি গত কয়েকদিনে বাড়ির বাইরে পা রাখেননি।
মিমি সোশ্যাল মিডিয়ায় জানান, ‘আমার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও আমি গত কয়েকদিনে বাড়ির বাইরে পা রাখিনি নাকি বাইরের কোনো মানুষের সঙ্গে দেখা করেছি। এটা সত্যি আমায় খুব খারাপভাবে ধরেছে।’
এর আগে মঙ্গলবার রাতে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন রাজ-শুভশ্রী।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: