বাড়ির চারপাশে সিসিটিভি বসিয়ে মাদকের আখড়া, ৫ ভাই-বোন গ্রেপ্তার

বাড়ির চারপাশে সিসিটিভি বসিয়ে মাদকের আখড়া, ৫ ভাই-বোন গ্রেপ্তার

প্রথম নিউজ, অনলাইন:  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ভারত সীমান্তবর্তী সেনারবাদী গ্রামের একটি বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে মাদকের কারবার করে আসছিল একটি পরিবার। কিন্তু শেষ রক্ষা হলো না। পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় মাদকসহ ৫ ভাই-বোনকে আটক করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের গ্রামটিতে পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন অভিযান চালান।
এ সময় সাড়ে তিন হাজার ইয়াবা বড়ি, বিভিন্ন অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়। অভিযানে এক পরিবারের পাঁচজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে দুই বোন ও তিন ভাই।

আখাউড়া উপজেলা প্রশাসন ও বিজিবি সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটার দিকে সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সেনারবাদী এলাকায় অভিযান চালান।
এ সময় গ্রামের একটি বাড়ি থেকে সাড়ে ৩ হাজার ইয়াবা বড়ি, ৬০০ ভারতীয় ওষুধ, ১৩টি এনড্রয়েড ফোন, ১৭টি সাধারণ মুঠোফোন, ২টি ল্যাপটপ, মাদক বিক্রির ২১ হাজার টাকা, ৬টি সিসিটিভি ক্যামেরা, ২টি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের ফাঁকি দিতে এবং নিজেদের বাঁচাতে বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে ওই পাঁচ ভাই–বোন মাদক ও ভারতীয় পণ্যের ব্যবসা করে আসছিলেন। তাঁরা এলাকায় প্রভাবশালী হওয়ায় স্থানীয় বাসিন্দারা ভয়ে কোনো কথা বলার সাহস পান না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘অভিযানের সময় আমাদের ওপর হামলার চেষ্টা করা হয়েছিল।
কিন্তু আমাদের সর্তক অবস্থার কারণে হামলা করতে পারেনি। আসামিদের বিরুদ্ধে আখাউড়া থানায় দুটি মামলার প্রস্তুতি চলছে।’