সংসার ভাঙছে তথাগত-দেবলীনার
এবার সেই গুঞ্জনই সত্যি হলো। ভাঙতে চলেছে টলিউডের তথাগত ও দেবলীনার আট বছরের সংসার
প্রথম নিউজ, ডেস্ক : গুঞ্জন ছিল। এবার সেই গুঞ্জনই সত্যি হলো। ভাঙতে চলেছে টলিউডের তথাগত ও দেবলীনার আট বছরের সংসার। যদিও বিষয়টি নিয়ে দেবলীনা মুখ খুলতে চাননি। তার সাফ কথা, ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। অবশ্য তথাগত খোলাসা করলেন বিষয়টি। তিনি বলেন, এ বিষয়ে এখনই সরাসরি কিছু বলতে চাই না। তবে আমি আমার মতো করে জীবন কাটাচ্ছি।
এই অভিনেতা ও পরিচালক জানান, আপাতত তিনি আগলে রাখছেন তার মা-বাবাকে। যাতে তাদের গায়ে অন্তত কোনো আঁচ না লাগে! তথাগত মনে করিয়ে দিলেন, তার প্রথম বিয়ে যখন ভেঙেছিল তখনও আনুষ্ঠানিক বক্তব্য জানাননি।
২০১২ সালে সাতপাকে বাঁধা পড়েন তথাগত-দেবলীনা। তাদের জুটি বরাবরই ছিল সবার প্রিয়। একে অপরের প্রতি তাদের ভালোবাসা একসময় ছিল আলোচনার বিষয়। আর সেই দাম্পত্য শেষপর্যন্ত আর টিকেনি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: