গরু পাচার মামলায় সিবিআইয়ের মুখোমুখি দেব
প্রথম নিউজ, ডেস্ক : গরু পাচার মামলায় সিবিআই কর্মকর্তাদের তলবে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন টালিউড অভিনেতা দেব।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে— মঙ্গলবার বেলা ১১টার দিকে সিবিআইয়ের নোটিশে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল দেবকে। সেই মোতাবেক বেলা পৌনে ১১টার দিকে নিজাম প্যালেসে হাজির হন তিনি।
তবে সংবাদমাধ্যমের কোনো প্রশ্নেরই জবাব দেননি দেব। সরাসরি ১৪ তলায় সিবিআই দপ্তরে চলে যান এ অভিনেতা।
গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হককে জেরা করেই দেবের নাম উঠে এসেছে বলে সিবিআই সূত্র জানিয়েছে। গত ৯ ফেব্রুয়ারি দেবকে নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআই সূত্রে খবর, গরু পাচারের লভ্যাংশ টালিগঞ্জের সিনেমা জগতেও বিনিয়োগ করা হতো। সেই সূত্রেই অভিনেতা ও এমপি দেবকে জেরা করতে চায় সিবিআই। প্রথম তলবেই কেন্দ্রীয় গোয়েন্দাদের সামনে হাজিরা দিলেন বাংলা সিনেমার অভিনেতা।
ইতোমধ্যে গরু পাচারকাণ্ডে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকেও তলব করেছে সিবিআই। যদিও অসুস্থতার কথা জানিয়ে তলব এড়িয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। আগামী ২৫ ফেব্রুয়ারি পুনরায় তাকে সিবিআই দপ্তরে তলব করা হয়েছে। এ ছাড়া এনামুলকে জেরার সূত্রে একাধিক ব্যক্তিকে জেরা করেছে সিবিআই।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: