সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৩৮ জন

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৩৮ জন

প্রথম নিউজ, অনলাইন : পুলিশের চলমান বিশেষ অভিযানে বুধবার (৭ মে) সারাদেশে মোট ১ হাজার ৫৩৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের মধ্যে ১০৪৮ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৪৯০ জন অন্যান্য অপরাধে জড়িত। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে পুলিশের সদরদফতরের এআইজি (মিডিয়া) মো. এনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সারা দিন দেশব্যাপী অভিযান চালিয়ে ১ হাজার ৫৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, তিন রাউন্ড কার্তুজ, একটি স্টিলের চাপাতি, একটি ফোন্ডিং টিপচাকু ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
পুলিশ সদরদফতর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।