ফতুল্লায় পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে খুন
আজ বুধবার সকালে ফতুল্লা ইউনিয়ন পরিষদের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
প্রথম নিউজ,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মুন্না (২০) নামে এক পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে ফতুল্লা ইউনিয়ন পরিষদের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় আহত হয়েছেন তারেক (১৬) নামে আরেক শ্রমিক। তারা উভয়ই ফতুল্লার লালপুরের হাজী জালাল আহম্মেদ স্পিনিং মিলসের শ্রমিক। নিহত মুন্না ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার পলাশপুরের জাহিদুলের ছেলে।
প্রতক্ষদর্শীরা জানান, সকালে হাজী জালাল আহম্মেদ স্পিনিং মিলের দিকে এক নারীসহ তারা তিনজন হেঁটে আসছিলেন। পরে বিপরীত দিক থেকে আসা ৬-৭ জনের একটি গ্রুপের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের দুজনকে ছুরিকাঘাত করা হয়। এতে একজনের পায়ের রগ কেটে যায় এবং অপরজনকে বুকে ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়।
তবে আহত তারেক জানায়, মাস্ক পরিহিত তিন যুবক তাকে ও তার সহকর্মীকে মারধর করে মানিব্যাগ ছিনিয়ে নিয়ে তাদরকে ছেড়ে দেয়। এ সময় মুন্নাও একই রাস্তা দিয়ে স্পিনিং মিলে আসছিলো। তাকেও তারা মারধর করে ও ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রাখে। পরে তাদের মিলসের অন্যান্য শ্রমিকরা রক্তাক্ত মুন্নাকে নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, বিষয়টি ছিনতাই মনে হলেও নারী ঘটিত কোনো কারণেও হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে আমাদের একাধিক টিম কাজ করছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: