তৃতীয় সন্তানের মা হচ্ছেন ব্রিটনি

তৃতীয় সন্তানের মা হচ্ছেন ব্রিটনি
তৃতীয় সন্তানের মা হচ্ছেন ব্রিটনি-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : সুখবর দিলেন মার্কিন গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। তৃতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ অনুভব করতে যাচ্ছেন এই সুদর্শনী। সোমবার ইনস্টাগ্রাম পোস্টে নিজেই এ কথা জানান তিনি।

৪০ বছর বয়সি মার্কিন এ গায়িকা সেই পোস্টে নিজের গর্ভাবস্থার কথা জানানোর পাশাপাশি স্যাম আসগারিকে (২৮) বিয়ের কথাও প্রকাশ করেন। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

ব্রিটনি তার পোস্টের বর্ণনায় জানান, প্রথমে তিনি তার শরীর ও ওজনের পরিবর্তনগুলো লক্ষ করেন। পরে টেস্ট করালে তিনি গর্ভাবস্থার বিষয়টি নিশ্চিত হন।

পপতারকা কীভাবে তিনি আগের গর্ভাবস্থায় বিষণ্নতায় ভুগেছিলেন, সেটি নিয়েও বলেন। এ ছাড়া নারীরা অন্তঃসত্ত্বা অবস্থায় তাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে এখন আরও খোলামেলাভাবে আলোচনা করতে পারে বিষয়টি নিয়েও বলেন তিনি।

এর আগে ২০২১ সালের জুনে ব্রিটনি আদালতে অভিযোগ করেন যে, তাকে বিয়ে করা বা আরও সন্তান নিতে বাধা দেওয়া হচ্ছে। পরে নভেম্বরে আইনি লড়াইয়ে ব্রিটনি স্পিয়ার্স তার বাবা জেমি স্পিয়ার্সের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ থেকে নিষ্কৃতি ও নিজের ছয় কোটি ডলারের সম্পত্তি নিয়ন্ত্রণ করার অনুমতি পান।

এ ছাড়া ব্রিটনির আগের বিয়ে থেকে শন প্রেস্টন (১৬) এবং জেডেন জেমস (১৫) নামে দুই ছেলে রয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom