ইলিয়াস কাঞ্চনকে শপথ করালেন মিশা সওদাগর
চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ২০২২
প্রথম নিউজ, ঢাকা: নানা সিনেম্যাটিক ঘটনার পর শপথ নিলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব। এতে নব সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ বাক্য পড়ান সাবেক সভাপতি মিশা সওদাগর।
পরে ইলিয়াস কাঞ্চন সাধারণ সম্পাদক নিপুণসহ নতুন কমিটির উপস্থিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এই আয়োজনে মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত কাউকে দেখা যায়নি। শপথের মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিতদের একাংশ। আজ (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৪০ মিনিটে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) খোলা প্রাঙ্গণে এ আয়োজনটি হয়। তবে এতে আসেননি বিদায়ী সাধারণ সম্পাদক জায়েদ খান। মূলত আপিল বিভাগ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই পদটির চূড়ান্ত হয়। যেখানে প্রার্থিতা বাতিল হয় জায়েদের। জয়ী হন নিপুণ। তাই শপথ অনুষ্ঠানে আগের প্যানেলের মিশার উপস্থিতি বাড়তি আকর্ষণ হয়ে ছিল।
একনজরে বিজয়ীর তালিকা ও প্রাপ্ত ভোট:
সভাপতি- ইলিয়াস কাঞ্চন (১৯১)
সহ-সভাপতি- ডিপজল (২১৯) ও রুবেল (১৯১)
সাধারণ সম্পাদক- নিপুণ (১৬৩)
সহ-সাধারণ সম্পাদক- সাইমন সাদিক (২১২)
সাংগঠনিক সম্পাদক- শাহানূর (১৮৪)
আন্তর্জাতিক সম্পাদক- জয় চৌধুরী (২০৫)
দফতর ও প্রচার সম্পাদক- আরমান (২৩২)
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- ইমন (২০৩)
কোষাধ্যক্ষ- আজাদ খান (১৯৩)
কার্যকরী পরিষদ- রোজিনা (১৮৫), মৌসুমী (২২৫), কেয়া (২১২), জেসমিন (২০৮), অঞ্জনা (২২৫), অমিত হাসান (২২৭), আলিরাজ (২০৩), সুচরিতা (২০১), ফেরদৌস (২৪০), অরুণা বিশ্বাস (১৯২) ও নাদির খান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: