শাকিবকে রেখে সিয়ামকে পুরস্কার, রিয়াজের ব্যাখা
গত ১৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম
প্রথম নিউজ, ডেস্ক : গত ১৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম। এক প্রজ্ঞাপনের মাধ্যমে জয়ীদের তালিকা প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়। এবার ২৭টি বিভাগে ৩১ জনকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
আর এই তালিকা প্রকাশের পর থেকেই সমালোচনার ঝড় বইছে সমাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে। বিশেষ করে সংগীতের একাধিক ক্যাটাগরি নিয়ে সৃষ্টি হয়েছে তুমুল বিতর্ক।
কথা উঠেছে সেরা অভিনেতার পুরস্কার নিয়েও। ‘বিশ্বসুন্দরী’ সিনেমার জন্য যে পুরস্কারটি জিতেছেন সিয়াম আহমেদ। শাকিব ভক্তদের কেউ কেউ অভিযোগ করে বলেছেন, চিত্রনায়ক রিয়াজ জুরি বোর্ডে থাকাতেই পুরস্কারটি পেয়েছেন সিয়াম। আর বাদ দেওয়া হয়েছে শাকিব খানকে। কারণ রিয়াজ-সিয়াম দুজন একই সিনেমায় কাজ করেছেন। সিয়ামকে অনেক স্নেহও করেন রিয়াজ। ফলে জুরি বোর্ডে থেকে সিয়ামের পক্ষে কাজ করেছেন তিনি।
তবে সেসব অভিযোগকে একেবারে উড়িয়ে দিয়েছেন রিয়াজ। বরং জুরি বোর্ড দক্ষতা এবং অভিনয় দেখেই মার্কিং করেছেন বলে এই নায়কের অভিমত।
২৬ ফেব্রুয়ারি বিকেলে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গঙ্গাধর্দি গ্রামে অনন্য মামুন পরিচালিত ‘রেডিও’ সিনেমার শুটিং করছিলেন রিয়াজ। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
জাতীয় পুরস্কারে শাকিব-সিয়াম প্রসঙ্গে প্রশ্ন করা হলে রিয়াজ বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, ন্যাশনাল অ্যাওয়ার্ডে জুরি বোর্ড যে মার্কিং করে, সেটি কোনো শীর্ষ নায়ক দেখে করে না। অভিনয় দক্ষতা, পারফরমেন্স এবং সিনেমার সঙ্গে তার একাত্মতা দেখে মার্কিং হয়। এখানে কে শীর্ষ, কে শীর্ষ না, সেটি দেখে কোনো মার্কিং হয় না। আমার ধারণা এটা নিয়ে আমি ক্লিয়ার করতে পেরেছি।’
এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে ওঠা বিতর্ক নিয়েও মুখ খোলেন জনপ্রিয় এই নায়ক। বলেন, ‘জুরি বোর্ডে মোট ১৩ জন সদস্য থাকেন। তারা পুরস্কার দেওয়ার অধিকার রাখেন না। জুরি বোর্ডের দায়িত্ব সুপারিশ করা। সবাই মিলে মার্কিং করেন। সে মার্কিংয়ের ভিত্তিতে যার নম্বর বেশি হয় তার জন্য জুরি বোর্ড শুধুমাত্র সুপারিশ করতে পারে। সেই সুপারিশের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় চাইলে সেটি রাখতে পারে, নাও পারে। এটুকু হচ্ছে জুরি বোর্ডের লিমিটেশন। তবে কোনো কিছুর দায় এককভাবে জুরি বোর্ডর ওপর বর্তায় বলে আমার মনে হয় না।’
তিনি আরও যোগ করেন, ‘সব যে জুরি বোর্ডের মাকিংয়ে আসবে এমন কোনো কথা নীতিমালায় নেই। এবার কিছু ব্যত্যয় হয়েছে। এটি হয়ত বিজ্ঞ মন্ত্রণালয় উপযুক্ত মনে করেছে।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: