এনসিপি রণকৌশল হিসেবে মবকে বেছে নিয়েছে : ড. কলিমউল্লাহ

এনসিপি রণকৌশল হিসেবে মবকে বেছে নিয়েছে : ড. কলিমউল্লাহ

প্রথম নিউজ, অনলাইন: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রণনীতি ও রণকৌশল হিসেবে মবকে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের সাবেক চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। তিনি বলেছেন, ড. ইউনূসের স্বপ্নের রাজনৈতিক দল এনসিপি। তারা তাদের রণনীতি ও রণকৌশল হিসেবে মবকে বেছে নিয়েছে এবং সর্বত্র তারা তাদের মতো করে ডিক্টেট করার চেষ্টা করছে। 

তিনি আরো বলেন, গোপালগঞ্জে তারা হাজির হয়েছেন পদযাত্রার নামাবলী সরিয়ে রোড টু, মার্চ টু— এ রকম অভিধায় বাঘের মতো গর্জন করতে করতে গিয়ে উপনীত হয়েছেন। বাগের নির্মম পরিহাস, তারা ছিলেন বাঘ, হয়েছেন বিড়াল। যে সশস্ত্র বাহিনীর কর্তৃত্ব নিয়ে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, সেই সশস্ত্র বাহিনীর প্রোটেকশনে বর্ম আচ্ছাদিত সাঁজোয়া যানে করে তাদের ফিরতে হয়েছে।  
 

ড. কলিমউল্লাহ বলেন, ধরে নেওয়া হয়েছিল, গোপালগঞ্জ একটা বিচ্ছিন্ন জনপদ।
চকরিয়ায় গিয়ে দেখলেন, সেখানেও কথা বলে জুত করা যাচ্ছে না। লোকজন হামলে পড়ছে। আপনার যেই ন্যারেটিভ ব্যবহার করলে লোকজন উত্তেজিত হয়, তাই ব্যবহার করলেন। সেখানে সেই সশস্ত্র বাহিনীর অনুকম্পায় প্রস্থান করতে হবে।

তিনি বলেন, শুরু থেকেই এনসিপি হোঁচট খাচ্ছে। প্রহরার মাত্রা কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে এপিসি আনতেছে। আমাদের সাধারণ মানুষ তো ট্যাংক এবং এপিসির পার্থক্য বোঝেন না। মনে করেন এগুলোই ট্যাংক। এখন সেটা তো খুব ভালো বার্তা দিচ্ছে না জনমনে।