দেশের মানুষ রক্তাক্ত নির্বাচন দেখতে চায় না: জিএম কাদের
ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ ব্যর্থ হয়েছে
প্রথম নিউজ, ঢাকা: চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশন (ইসি) সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
তিনি বলেন, ইউপি নির্বাচন সংহিসতা বেড়েই চলছে। গুলিবর্ষণ এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দেশের সাধারণ মানুষ রক্তাক্ত নির্বাচন দেখতে চায় না।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, এক সময় স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হতো। এখন উৎসবের পরিবর্তে আতঙ্ক বিরাজ করে। কিন্তু ইসি নির্বিকার, যেন কিছুই করার নেই তাদের। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনে প্রতিদিনের সন্ত্রাসী কর্মকাণ্ড হতাশ করছে জাতিকে।
জিএম কাদের বলেন, নির্বাচন সংহিসতায় এরই মধ্যে বেশ কয়েকজন মারা গেছেন। মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এর চেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা আর হতে পারে না।
তিনি আরও বলেন, নির্বাচনী সহিংসতা ঠেকাতে ইসিকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন শন্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারবে না এটা হতে পারে না। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর উদ্যোগ নিতে হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: