মুরাদ হাসানকে নিয়ে গান গাওয়ার পর থেকেই ব্লু ব্যাজ উধাও: হিরো আলম
প্রথম নিউজ, ডেস্ক : যা কিছু যেখানে ভাইরাল হয় সবকিছুর সঙ্গেই নিজেকে জড়িয়ে রাখতে পছন্দ করেন বগুড়ার ভাইরাল যুবক আশরাফুল আলম ওরফে হিরো আলম। শত সমালোচনাতেও তিনি নিজের মতো করে নিজের কাজ করে যান। তার সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে মিলিয়ন অনুসারী।
তার অফিসিয়াল ফেসবুক পেজটিও ছিল ভেরিফায়েড। সম্প্রতি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ব্লু-ব্যাজ উধাও হয়ে গেছে।
এ প্রসঙ্গে হিরো আলমের সঙ্গে যোগাযোগ করা হলে জাগো নিউজকে তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি না কেন এমন হলো। হতে পারে কেউ আমার বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছে। আমি নিশ্চিত না হয়ে এ বিষয়ে কিছু বলতে পারছি না।
আপনারা জানেন, আমার পেছনে কেউ না কেউ লেগেই থাকে। আমি কারও পেছনে লাগি না। ফেসবুক থেকে কেন ব্লু-ব্যাজ সরানো হলো সে বিষয়ে খোঁজ নিচ্ছি। পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাকে সাহায্য করবে।
প্রকৃত কারণ জেনে অবশ্যই আপনাদের জানাবো। ব্লু-ব্যাজ ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
তিনি আরও জানান, ‘পালালো পালালো মুরাদ হাসান’ শিরোনামে একটি গান আমি আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করার পাশাপাশি আমার ফেসবুক পেজেও দিয়েছিলাম। সেইদিন রাত থেকেই ফেসবুক পেজের ব্লু-ব্যাজ উধাও হয়ে গেছে। আমার মনে হচ্ছে এই গানের কারণে হতে পারে। যদিও আমি এখন নিশ্চিত হতে পারছি না। হলেও হতে পারে।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: