নতুন রূপে টেলিভিশনে ফিরছেন নচিকেতা
প্রথম নিউজ, ডেস্ক : আবারও টেলিভিশনের পর্দায় ফিরছেন গায়ক নচিকেতা চক্রবর্তী। দেখা যাবে সঞ্চালকের ভূমিকায়। আগে ছোটপর্দায় বিভিন্ন শোয়ে তাকে বিচারক হিসেবে দেখা গেছে। এবার একেবারে ভিন্ন স্বাদের একটি শো নিয়ে আসছেন নচিকেতা। অনুষ্ঠানের নাম- ‘খুলে বলুন’। এ উচ্ছ্বসিত নচিকেতা ভক্তরা। কারণ এ টকশোর সুবাদে শহরে শহরে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে যাবেন তিনি।
তবে গায়কের সঞ্চালনার কথা প্রকাশ্যে আসতেই কিছু নেটিজেন সৌরভ গাঙ্গুলি ও দেবশঙ্কর হালদারের সঙ্গে তুলনা করেছেন তাকে। নতুন শো নিয়ে যতটা উচ্ছ্বসিত, ঠিক ততটাই নার্ভাস নচিকেতা। সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দু-একটা পর্ব করতে পারলে হালটা টানতে আরও বেশি সুবিধা হবে। তবে অন্যদের সঙ্গে তুলনা টানায় খুব বিরক্ত হয়েছেন তিনি। জানান, বাকিরা স্ক্রিপ্ট দেখে শোয়ের সঞ্চালনা করেন, তবে ‘খুলে বলুন’ শোয়ে তিনিই শেষ কথা। ক্যামেরার সামনে যেটা মনে হবে, সেটাই বলবেন।
‘খুলে বলুন’ অনুষ্ঠানটি আসছে সান বাংলা নামের একটি চ্যানেলে। ২৪ এপ্রিল সঞ্চালক নচিকেতা হাওড়ায় উপস্থিত থাকবেন। সেখানকার মানুষের সঙ্গে কথা বলবেন। ইতোমধ্যেই শোয়ের প্রোমো আলোড়ন সৃষ্টি করেছে নেটদুনিয়ায়। সেখানেই বলা হয়েছে, নচিকেতা আসছেন আপনার শহরে, কথা বলবেন আপনার সাথে, আপনি বলবেন, শুনবে সারা বাংলা। আসছে ‘খুলে বলুন’।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews